ads

অষ্টম শ্রেণি, বাংলা প্রথম পত্র, বাংলা নববর্ষ, শামসুজ্জামান খান (১৯৪০ -- ) বহুনির্বাচনি প্রশ্নোত্তর।। সম্পাদনায়: পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।

 


১. শামসুজ্জামান খান রচিত প্রবন্ধটির নাম—
ক. বাংলা নববর্ষ 
খ. বাঙালির বাংলা
গ. আমাদের লোকশিল্প 
ঘ. শিল্পকলার নানা দিক
উত্তর: ক. বাংলা নববর্ষ
২. ‘বাংলা নববর্ষ’ রচনার অঙ্গশৈলী গঠিত হয়েছে কোন ভাষায়?
ক. সাধুরীতি ভাষায় 
খ. চলিতরীতি ভাষায়
গ. আঞ্চলিক ভাষায় 
ঘ. সাধু ও চলিত ভাষায়
উত্তর: খ. চলিতরীতি ভাষায়
৩. বাংলা নববর্ষ উৎসব বাঙালির জীবনে—
ক. সৌভাগ্যের প্রতীক 
খ. আনন্দের প্রতীক
গ. এক গৌরবময় অধ্যায়
ঘ. এক বৈপ্লবিক অধ্যায়
উত্তর: গ. এক গৌরবময় অধ্যায়
৪. দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাত কেন?
ক. বছরের প্রথম দিন বলে
খ. টাকা আদায়ের জন্য
গ. হালখাতার জন্য 
ঘ. মিষ্টিমুখ করানোর জন্য
উত্তর: গ. হালখাতার জন্য
৫. দেবদেবীর মহিমা বা যশ প্রচারমূলক সংগীত হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. কীর্তন 
খ. বৈসাবী 
গ. পুণ্যাহ 
ঘ. কবিগান
উত্তর: ক. কীর্তন
৬. ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের গঠন ও প্রকাশভঙ্গি নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক. সংলাপধর্মী 
খ. বর্ণনাধর্মী
গ. বিশেষণধর্মী 
ঘ. ব্যাখ্যাধর্মী
উত্তর: খ. বর্ণনাধর্মী
৭. ‘হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরে উদ্যাপিত হয় না।’ কেন?
ক. মানুষের চাহিদার পরিবর্তন
খ. মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি
গ. সাংস্কৃতিক প্রভাব
ঘ. সরকারি সহযোগিতার অভাব
উত্তর: খ. মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি
৮. ছায়ানট কেন বেসরকারিভাবে নববর্ষ পালনের উদ্যোগ নেয়?
ক. দায়িত্ব পেয়েছিল বলে
খ. রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বলে
গ. পাকিস্তান সরকার বাধা দিয়েছিল বলে
ঘ. সরকারিভাবে উদ্যাপিত হয়নি বলে
উত্তর: ঘ. সরকারিভাবে উদ্যাপিত হয়নি বলে
৯. পয়লা বৈশাখে প্রজারা কোথায় নিমন্ত্রিত হত?
ক. জমিদারবাড়িতে 
খ. নবাববাড়িতে
গ. রাজবাড়িতে 
ঘ. মন্ত্রীর বাড়িতে
উত্তর: ক. জমিদারবাড়িতে
১০. ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে তাদের স্বরূপ ফুটে উঠেছে, যারা—
i. বাঙালি সংস্কৃতিতে শ্রদ্ধাশীল
ii. পয়লা বৈশাখের চেতনায় বিশ্বাসী
iii. পাকিস্তানি আদর্শের ধারক
কোনটি সঠিক?
ক. iii 
খ. ii ও iii 
গ. i ও ii 
ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii 
১১. কোথায় ‘বৈসাবী’ উৎসব পালন করা হয়?
ক. রাঙামাটি 
খ. সিলেট
গ. বরিশাল 
ঘ. নোয়াখালী
উত্তর: ক. রাঙামাটি
১২. বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান কোনটি?
ক. আনন্দ শোভাযাত্রা 
খ. হালখাতা
গ. পুণ্যাহ 
ঘ. বৈশাখী মেলা
উত্তর: ঘ. বৈশাখী মেলা
১৩. বাকিতে জিনিস পত্র যারা কেনে, তাদের মিলনমেলা ঘটে—
ক. বৈশাখী মেলায় 
খ. ঈদ উৎসবে
গ. দুর্গা পূজায় 
ঘ. হালখাতায়
উত্তর: ঘ. হালখাতায়।
১৪. বৈশাখী মেলা কেন তাৎপর্যপূর্ণ?
ক. অনেক কিছু কেনা যায় বলে
খ. অনেক মানুষের সমাগম বলে
গ. অনেক বিনোদন পাওয়া যায় বলে
ঘ. আপনজনদের মিলন হয় বলে
উত্তর: ঘ. আপনজনদের মিলন হয় বলে
১৫. বাকিতে বিকিকিনি করা মানুষ কোন উৎসবে যোগ দিতেন?
ক. হালখাতায় 
খ. পুণ্যাহ
গ. মেলায় 
ঘ. ভোজসভায়
উত্তর: ক. হালখাতায়

1 comment:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.