বই মেলা ( অনুচ্ছেদ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির জন্য)
অনুচ্ছেদ
বই মেলা
( অনুচ্ছেদ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির জন্য)
বই মানুষের অন্যতম প্রাণসত্তা। বই মানুষকে দেয় পূর্ণতা, জীবনকে করে সমৃদ্ধ। মানুষের মধ্যে বই স¤পর্কে আগ্রহ সৃষ্টি, বই পড়ার ব্যাপক প্রসার এবং মানুষের মননশীলতা বৃদ্ধিতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয় ১৮০২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। এরপর ১৯৪৯ সালে শুরু হয় জার্মানির ফ্রাংফুটের বৃহৎ বইমেলা। সেখান থেকেই আধুনিক বই মেলার যাত্রা শুরু হয়। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশেই আন্তর্জাতিক মানের বইমেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশেও প্রতিবছর আয়োজন করা হয় ‘অমর একুশে বইমেলা’ নামে বৃহৎ বইমেলা। ১৯৮৫ সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে মাস জুড়ে এ মেলা চলে। একুশে বইমেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। কবি, সাহিত্যিক, প্রাবন্ধিকসহ হাজার হাজার বই প্রেমিক মানুষের অংশগ্রহণে বইমেলা পরিণত হয় এক বিচিত্র উৎসবে। সর্বসাধারণকে পাঠ্যমুখী করা এবং মননশীল জাতি গঠনের ক্ষেত্রে বইমেলার গুরুত্ব অপরিসীম।
No comments
Thank you, best of luck