পত্রলিখন
পত্রলিখন
১. পত্র কী? পত্রের কয়টি অংশ ? পত্র কত প্রকার? একটি আদর্শ পত্র রচনায় করণীয়।
পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।
‘পত্র’ শব্দের আভিধানিক অর্থ গাছের পাতা; বইয়ের পাতা (সূচিপত্র); চিঠি, লিপি (মায়ের পত্র)। ফলক (তাম্রাপত্ৰ)। পাখির ডানা (পত্রিরথ)। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, গাছের ছালে, চামড়ায়, ধাতব পাতে লিখত। পাতায় লিখত বলেই এর নাম ‘পত্র'। আমাদের ব্যবহারিক জীবনে চিঠিপত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তিগত ও সামাজিক নানা প্রয়োজনে আমাদেরকে চিঠি লিখতে হয়। সজনদের সাথে যোগাযোগ এবং সংবাদ আদান-প্রদানের মাধ্যম হিসেবে চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অফিস-আদালতে ও প্রাতিষ্ঠানিক কাজ অনেকাংশে চিঠিপত্রের ওপরই নির্ভরশীল। বর্তমানে মোবাইল ফোন, ইমেইলের মাধ্যমে যোগাযোগের সুযোগ বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত চিঠি লেখার গুরুত্ব কিছুটা কমেছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ও অন্যান্য চিঠি লেখার প্রয়োজন এতটুকুও কমেনি। চিঠি লেখা আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান। যোগাযোগের এ অনুপম মাধ্যমটি অনাগতকাল অব্যাহত থাকবে এটা আমরা আশা করতেই পারি। সুন্দর, শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তা, রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসেবে বিবেচিত হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’। একটি আদর্শ চিঠি লেখার জন্য করণীয়: ১. বিষয়বস্তু বা প্রসঙ্গের ওপর চিঠির কাঠামো নির্ভর করে। ব্যক্তিগত চিঠি আর ব্যবসায়িক পত্রের মধ্যে পার্থক্য আছে। তাই এক-একরকম পত্রের জন্য এক-একরকম রীতি-পদ্ধতি, ভাষাভঙ্গি অনুসরণ করতে হয় । ২. চিঠির মাধ্যমে মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। তাই অস্পষ্ট এবং কাটাকাটি যেন না হয় , সেদিকে লক্ষ রাখতে হবে। ৩. ভাষা হবে সাবলীল ৪. নির্ভুল বানানে লেখা প্রয়োজন ৫. যথাযথশব্দ ও সাবলীল বাক্য ব্যবহারের উপর চিঠির মান নির্ভর করে। ৬. চিঠিতে স্বকীয়তা বজায় রাখা ৭. পাঠ্য বইয়ের নমুনা পত্র মুখস্থ করা যাবে না, তবে বিভন্ন উৎস থেকে প্রচুর পড়তে হবে। ১. মঙ্গলসূচক শব্দ ২. স্থান ও তারিখ ৩. সম্বোধন ৪. মূল বক্তব্য ৫. পত্র–লেখকের স্বাক্ষর ৬. শিরোনাম
No comments
Thank you, best of luck