ads

আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখো। পতিতপাবন মণ্ডল (পাবন)

আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখো। 


তারিখ: ১৮ আগস্ট, ২০২১ খ্রীষ্টাব্দ 
চেয়ারম্যান
ফুলবাড়িয়া পৌরসভা
ময়মনসিংহ।

বিষয়: আর্সেনিকমুক্ত পানি সরবরাহের আবেদন ।

মহোদয়, 

বিনীত নিবেদন এই যে ,আমরা ফুলবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অধিবাসী । এই এলাকা খুবই ঘনবসতিপূর্ণ । কয়েকটি গার্মেন্টস, পৌর –বাণিজ্য বিতানসহ বেশ কয়েকটা কারখানা থাকায় এই এলাকা ফুলবাড়িয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত । সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশোল বিভাগ জরিপ চালিয়ে এলাকার অধিকাংশ চাপকলগুলোতে লাল রং দিয়ে সনাক্ত করে এগুলোর পানি পান না করার জন্য এলাকার মানুষকে সতর্ক করে দিয়েছেন । তবু অজ্ঞাতবশত অনেক মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বসবাস করছে । এলাকায় বর্তমানে বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাব বিরাজ করছে । তাই অতিসত্বর আর্সেনিকমুক্ত পানি সরবরাহ করা অতীব প্রয়োজন। 

অতএব, মহোদয় সমীপে বিনীত আবেদন,আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির হাত থেকে রক্ষা করবেন । জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা রয়েছে। 

বিনীত, 
ফুলবাড়িয়া পৌরবাসীর পক্ষে
সৌরভ রায়হান খান
ফুলবাড়িয়া, ময়মনসিংহ ।

12 comments:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.