ads

ধাতু প্রকরণ ও সহজে বিভিন্ন প্রকারের ধাতু চেনার উপায়, পাবন স্যার

১. ধাতু কাকে বলে? 

২. ধাতু কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার সংজ্ঞাসহ উহাহরণ দাও। 

৩.মৌলিক ধাতু কাকে বলে?  কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উহাহরণ দাও।

৪. সাধিত ধাতু কালে বলে?  কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকার সংজ্ঞাসহ উদাহরণ দাও । 

৫. বিভিন্ন ধরণের ধাতু চেনার  প্রক্রিয়া উপায়গুলো বর্ণনা করো। 








সংস্কৃত ও বাংলা ধাতুর উদাহরণ:
১. অঙ্ক্ অঙ্কন আঁকা আঁক্
২. কৃ কৃত করা কর্
৩. ক্রী ক্রয় কেনা কিন্ / কেন্
৪. কৃৎ কর্তন কাটা কাট্
৫. কথ্ কথ্য কওয়া কহ্
৬. ক্রন্দ্ ক্রন্দন কাঁদা কাঁদ্
৭. খাদ্ খাদ্য খাওয়া খা
৮. গঠ্ গঠন গড়া গড়্
৯. ঘৃষ্ ঘর্ষণ ঘষা ঘষ্
১০. চব্ চর্বণ চাবানো চাব্
১১. ছিদ্ ছিন্ন ছেড়া ছেড়্/ ছিড়্
১২. দল্ দলন দলা দল্ / ডল্
১৩. দৃশ্ দর্শন দেখা দেখ্
১৪. ধৃ ধৃত ধরা ধর্
১৫. পঠ্ পঠন পড়া পড়্
১৬. বুধ্ বোধ বুঝা বুঝ্
১৭. বন্ধ্ বন্ধন বাঁধন বাঁধ্
১৮. রক্ষ্ রক্ষণ রাখা রাখ্
১৯. শ্রু শ্রবণ শুনা/ শোনা শুন্
২০. স্থা স্থান থাকা থাক্
২১. হস্ হর্ষ হাসা হাস্
২২. হৃ হৃত হারা হর্
বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু:
১. আট্ - শক্ত করে বাঁধা
২. খাট্ - মেহনত করা
৩. চেচ্ -চিৎকার করা
৪. চাহ্ - প্রার্থনা করা
৫. জম্ - ঘনিভূত হওয়া
৬. ঝুল্ - দোলা
৭. টান্ - আর্কষণ
৮. টুট্, - ছিন্ন
৯. ঠেল্ - ধাক্কা / ঠেলা
১০. ডর্ - ভয়
১১. ডাক্ - আহ্বান করা
১২. ফির্ - পুনরাগমন
১৩. বিগড়্ - নষ্ট হওয়া
১৪. ভিজ্ - সিক্ত হওয়া
১৫. লটক্ - ঝুলানো

সাধিত ধাতু: মৌলিক ধাতু বা নাম-শব্দের পরে আ-প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে সাধিত ধাতু বলে।
যেমন: কর্ + আ = করা ,
সাধিত ধাতু তিন প্রকার, যথা:-
১. প্রযোজক ধাতু -
২. নাম ধাতু
৩. কর্মবাচ্যের ধাতু
১. প্রযোজক ধাতু : মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা বা প্রেরণা অর্থে আ-প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু বলে। যেমন : পড়্ + আ = শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন।
২. নাম ধাতু : বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগে যে ধাতু গঠিত ধাতুকে নাম ধাতু বলে।
যেমন : ঘুম্ + আ : বাবা ঘুমাচ্ছেন। ধমক্ +আ : আমাকে যতই ধমকাও, আমি এ কাজ করব না।
৩. কর্মবাচ্যের ধাতু: মৌলিক ধাতুর সাথে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়ে কর্মবাচ্যে ব্যবহার উপযোগী যে ধাতু গঠিত হয় তাকে কর্মবাচ্যের ধাতু বলে। র্হা + আ = হারা : বইটি হারিয়ে ফেলেছি, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর।

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.