ads

সংবাদ পত্রে প্রকাশিতব্য পত্র

 সংবাদ পত্রে প্রকাশিতব্য পত্র:

সংবাদ পত্রে প্রকাশিতব্য পত্রে দুটি অংশ থাকে যথা - ১.সম্পাদক বরাবর একটি আবেদন পত্র এর বিষয়বস্তু হলো সংযুক্ত পত্র প্রকাশেরে আবেদন।
২. এর সাথে একটি সংযুক্ত পত্র থাকে যা পত্রিকায় প্রকাশের জন্য প্রেরিত হবে
১. শিরোনাম
২. সংযুক্ত ------ মূলবক্তব্য / চিঠি / প্রতিবেদন (তিনটি প্যারা) ৩. নাম স্বাক্ষর ১. বৃক্ষরোপণ কর্মসূচি পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি পত্র রচনা করো। ২. মনে করো, তোমার নাম রায়হান সজীব, তুমি গ্রাম-জামালপুর, থানা-সূত্রাপুর, জেলা-বগুড়া এর একজন বাসিন্দা। বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।
১.সম্পাদক বরাবর একটি আবেদন পত্র এর বিষয়বস্তু হলো সংযুক্ত পত্র প্রকাশেরে আবেদন। ২. এর সাথে একটি সংযুক্ত পত্র থাকে যা পত্রিকায় প্রকাশের জন্য প্রেরিত হবে। ১. শিরোনাম ২. সংযুক্ত ------ মূলবক্তব্য / চিঠি / প্রতিবেদন (তিনটি প্যারা) ৩. নাম স্বাক্ষর ১. বৃক্ষরোপণ কর্মসূচি পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি পত্র রচনা করো। ২. মনে করো, তোমার নাম রায়হান সজীব, তুমি গ্রাম-জামালপুর, থানা-সূত্রাপুর, জেলা-বগুড়া এর একজন বাসিন্দা। বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।

সংবাদ পত্রে প্রকাশিতব্য পত্রে দুটি অংশ থাকে

১.সম্পাদক বরাবর একটি আবেদন পত্র এর বিষয়বস্তু হলো সংযুক্ত পত্র প্রকাশেরে আবেদন। ২. এর সাথে একটি সংযুক্ত পত্র থাকে যা পত্রিকায় প্রকাশের জন্য প্রেরিত হবে। ১. শিরোনাম ২. সংযুক্ত ------ মূলবক্তব্য / চিঠি / প্রতিবেদন (তিনটি প্যারা) ৩. নাম স্বাক্ষর

১.বৃক্ষরোপণ কর্মসূচি পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি পত্র রচনা করো।


২. মনে করো, তোমার নাম রায়হান সজীব, তুমি গ্রাম-জামালপুর, থানা-সূত্রাপুর, জেলা-বগুড়া এর একজন বাসিন্দা। বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।

বিস্তারিত ভিডিয়োতে দেখুন ...
মোবাইল থেকে সাইটে আসলে নিচের দিকে ভিউ ওয়েব ভার্শন (View Web Version) এ  ট্যাপ  করুন। 

2 comments:

  1. গতানুগতিক উপস্থাপন , যা যে কোনো ব্যাকরণ বইতে পাওয়া সম্ভব। দয়া করে বলেন কি গতানুগতিক ব্যাকরণ বই থেকে আপনার এই পোস্ট এর পার্থক্য কোথায় ?
    যদি সস্তা প্রচারণা চান পরীমনি কে নিয়ে লিখুন , এইভাবে ব্যাকরণ বই অনুকরণ করে ছাত্রদের বিভ্রান্ত করবেন না।

    ReplyDelete
    Replies
    1. মন্তব্যের জন্য ধন্যবাদ, আমার ব্লগ সাইটটি ভিজিট করার জন্য আন্তরিক সাধুবাদ। পোস্টটি মূলত একটি ভিডিয়ো লেকচার। অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমার লেকচার ভিডিয়োতে গতানুগতিক কোনো সাধারণ ব্যাকরণ (বিরচন) বই অনুসরণ করা হয়নি। মোবাইল থেকে সাইটে আসলে সরাসরি ভিডিয়ো দেখা যায় না। মোবাইল থেকে সাইটে নিচের দিকে ভিউ ওয়েব ভার্শন (View Web Version) এখানে ট্যাপ করলে আপনি ভিডিয়ো দেখতে পারবেন। ভিডিয়ো দেখার পর নিশ্চয়ই এ ধরনের অপবাদ দিতে পারবেন না। আমার ধারণা আপনি আমার ভিডিয়ো লেকচার না দেখেই মন্তব্য করেছেন। ব্লগে ভিডিয়ো দেখতে অসুবিধা হলে- https://www.youtube.com/watch?v=x10Wh0quG8c&t=166s এ লিংকটি থেকে ভিডিয়ো দেখে নিন।
      আপনার সদয় বিবেচনা জন্য একটি সংবাদ পত্রের নমুনা প্রদান করলাম। কোনো বইয়ে এ নমুনা পাবেন না। যদি পান তাহলে দয়া করে আমাকে মেইল করুন pabonprodipto@gmail.com

      বিষয়: বৃক্ষরোপণ কর্মসূচি পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি পত্র রচনা করো।
      তারিখ: ৫ আগস্ট, ২০২০ খ্রীষ্টাব্দ।
      সম্পাদক
      দৈনিক প্রথম আলো
      সিএ ভবন
      ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ
      কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
      বিষয়: সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

      মহোদয়,
      বিনীত নিবেদন এই যে, বর্তমান বিশ্বের নানা প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ নির্বিচারে বৃক্ষ নিধন। পৃথিবীকে বাসযোগ্য ও সুন্দরভাবে সাজাতে অধিক পরিমাণে বৃক্ষরোপণ আজ সময়ের প্রধান দাবী। এ বিষয়ক একটি পত্র আপনার পত্রিকায় প্রকাশের জন্য প্রেরণ করলাম।

      অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমার এ জনকল্যাণমূলক পত্রটি আপনার বহুল প্রচারিত, জননন্দিত পত্রিকার নিয়মানুযায়ী যথাযথ পরিমার্জন, পরিবর্ধন ও সংশোধন সাপেক্ষে প্রকাশ করে বাধিত করবেন।

      বিনীত নিবেদক
      ‘ক’
      বনানী, ঢাকা

      আসুন নিজে বাঁচি, পরিবেশ ও দেশ বাঁচাই’
      উদ্ভিদ, মানুষ ও প্রাণীকূলের সমন্বয়ে সৃষ্টি হয়েছে এ পৃথিবী। উদ্ভিদ তথা বৃক্ষের সাথে মানুষের জীবনের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দোলনা থেকে কবর পর্যন্ত বৃক্ষ ছাড়া মানবজীবন অচল ও অসাড়, আমাদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, চিকিৎসার জন্য ওষুধ, প্রাকৃতিক সৌন্দর্য, কার্বন-ডাই অক্সাইড গ্যাস গ্রহণ, অক্সিজেন ত্যাগ, ভূ-পৃষ্ঠের তাপ শোষণ, মাটির ক্ষয় রোধ, ভূমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশকে শীতল রাখতে বৃক্ষের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু জনসংখ্যার চাপ ও অন্যান্য কারণে আমাদের বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে।
      সুতরাং, দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য দ্রুত বনভূমি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বনভূমি সম্প্রসারণের জন্য প্রচুর বৃক্ষ রোপণ করতে হবে। এর জন্য প্রয়োজন সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পদক্ষেপ গ্রহণ করা।
      এ ব্যাপারে সকল মহলের সুদৃষ্টি কামনা করছি।

      ‘ক’
      বনানী
      ঢাকা

      Delete

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.